Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২৫

কর্মশালা

কর্মশালার বিষয়: Workshop on Training Needs Assessment

 

স্থান: বিপিএমআই পূর্বাচল ক্যাম্পাস

 

আয়োজনকারী: বিপিএমআই

 

তারিখ: ১৩ মে ২০২৫ খ্রি:


বিদ্যুৎ খাতের জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিপিএমআই বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর/ সংস্থার কর্মকর্তাগনের জন্য চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করে থাকে। এই পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর /সংস্থার  কর্মকর্তাগনের অংশগ্রহণে আজ পূর্বাচল ক্যাম্পাসে  "Training Needs Assessment" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ এবং ড. আনিসুজ্জামান, জাতীয় পরামর্শক, ইউএনডিপি বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, রেক্টর, বিপিএমআই।  বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর /সংস্থার ৩৭ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগনের জন্য ২০২৫-২৬ অর্থ বছরে কোন কোন বিষয়ে  প্রশিক্ষণ প্রয়োজন সে সম্পর্কে কর্মকর্তাগন বিস্তারিত মতামত তুলে ধরেন। দপ্তর /সংস্থার কর্মকর্তাগনের মতামতের ভিত্তিতে বিপিএমআই এর ২০২৫-২৬ অর্থ বছরের প্রশিক্ষণ পরিকল্পনা প্রনয়ণ করা হবে মর্মে আশ্বস্ত করা হয়।